ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

নুসরাত ফারিয়ার জামিনের পর জায়েদ খানের প্রতিক্রিয়া

২০২৫ মে ২০ ১২:১৯:২৪
নুসরাত ফারিয়ার জামিনের পর জায়েদ খানের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিনের খবরে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন শিল্পী সমিতির সাবেক নেতা ও অভিনেতা জায়েদ খান।

সোমবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। এরপরই জায়েদ খান তার সামাজিক মাধ্যমে একটি পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ”, সঙ্গে একটি ফটোকার্ডও যুক্ত করেন।

জামিনের আদেশ প্রসঙ্গে জায়েদ খান বলেন, “ফারিয়া আজ বিকেল চারটার মধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করছি। আদালতের আদেশ কাশিমপুরে পৌঁছানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমি নিজেও এই মামলার একজন আসামি।”

তিনি আরও বলেন, “গত বছর ২৬ জুন আমি দেশের বাইরে ছিলাম। শিল্পীরা কি মানুষ মারতে পারে? দেশের মানুষ সব বোঝে। আমরা বিশ্বাস করি, সত্যের পক্ষে সবসময় শিল্পীদের পাশে থাকবে।”

বৈষম্যবিরোধী আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ঢাকাই সিনেমার ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। মামলায় আসামিদের তালিকায় রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ আরও অনেকে।

মামলাটি দায়ের করেন এনামুল হক নামে এক ব্যক্তি। চলতি বছরের মার্চ মাসে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মোট ২৮৩ জনকে আসামি করে এই মামলা করেন।

রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে ওই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও এ বিষয়ে মন্তব্য করেছেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে