ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু ভারতে

২০২৫ মে ২০ ১২:১২:০৫
রোহিঙ্গা ও বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু ভারতে

নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) বাংলাদেশ ও মিয়ানমার থেকে আগত সন্দেহভাজন ‘অবৈধ’ অভিবাসীদের পরিচয়পত্র যাচাই করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে। এজন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তাদের পরিচয়পত্র যাচাই না করা হয়, তাহলে নির্বাসনের জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গেছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী:

এই মাসে একাধিক নির্দেশনা জারি করেছে এমএইচএ।

রাজ্য সরকারগুলোকে তাদের বিধিবদ্ধ ক্ষমতা প্রয়োগ করে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও বহিষ্কারের পদক্ষেপ নিতে বলা হয়েছে।

একই সঙ্গে জেলা পর্যায়ে পর্যাপ্ত ‘ডিটেনশন সেন্টার’ (আটক কেন্দ্র) গড়ে তুলতে বলা হয়েছে, যেখানে এসব অভিবাসীদের নির্বাসনের আগ পর্যন্ত রাখা হবে।

সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য বিএসএফ (সীমান্তরক্ষী বাহিনী) ও আসাম রাইফেলস বাহিনীর মহাপরিচালকদের (ডিজি) প্রতিও নির্দেশনা জারি হয়েছে।

এই বাহিনীগুলো বাংলাদেশের ও মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্তে নিরাপত্তা বজায় রাখে।

গত ফেব্রুয়ারিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ, নথিপত্র সংগ্রহ এবং আবাসনের সুযোগ করে দেওয়া যেকোনো নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এটা শুধুই অভ্যন্তরীণ ইস্যু নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত।”

একজন ঊর্ধ্বতন আধাসামরিক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, মে মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকার নির্বাসন প্রক্রিয়া সহজ ও দ্রুত করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে।

ভারতে অভিবাসী ইস্যু, বিশেষ করে বাংলাদেশ ও মিয়ানমার থেকে অনুপ্রবেশ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও নিরাপত্তাগতভাবে আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক এই নির্দেশনা ভবিষ্যতে এ নিয়ে আরও কড়াকড়ির ইঙ্গিত দিচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে