ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

রোনালদোকে নিয়ে বোটাফোগোর গোপন পরিকল্পনা

২০২৫ মে ২০ ১১:৪৫:৩৩
রোনালদোকে নিয়ে বোটাফোগোর গোপন পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: সামনে ক্লাব বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের মাটিতে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে ফিফার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। ৩২ দলের এই আসরে জায়গা করে নিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি ক্লাব আল নাসর।

তাহলে কি ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে না? বিষয়টি নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর গুঞ্জন। শোনা যাচ্ছে, সৌদি আরব ছেড়ে ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে যোগ দিতে পারেন রোনালদো—যা তাকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে। বোটাফোগো ছাড়াও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ব্রাজিলের আরও তিন ক্লাব—ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো এবং পালমেইরাস।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো ব্রাজিলিয়ান একটি ক্লাব থেকে প্রস্তাব পেয়েছেন। যদিও ক্লাবটির নাম উল্লেখ করা হয়নি, তবে বেশ কয়েকটি সূত্র দাবি করছে, সেই ক্লাবটি বোটাফোগো।

বোটাফোগোর কোচ রেনাটো পাইভাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কৌশলী উত্তর দেন। বলেন, ‘যদি তিনি (রোনালদো) আসেন, আমি তো তার মতো একজন তারকাকে না বলতে পারব না। আমি কিছু জানি না, শুধু প্রশ্নের উত্তর দিলাম। তবে সব কোচই সেরাটা চায়। রোনালদো এখনো গোলমেশিন। যে দল বারবার সুযোগ তৈরি করে, সেখানে তিনি ভালো করবেন।’

তবে কোচ পাইভা জানিয়েছেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন কেবল ক্লাবের আমেরিকান মালিক জন টেক্সটর।

এদিকে ব্যক্তিগত পারফরম্যান্সে রোনালদো আল নাসরে ভালো করলেও, দলগতভাবে তারা হতাশ করেছে। চলতি মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি আল নাসর। ফলে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি তারা।

আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা দিতে চলেছেন রোনালদো। তার বর্তমান চুক্তি চলবে ৩০ জুন পর্যন্ত। এখনো আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি। এ অবস্থায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার ক্লাব বিশ্বকাপে অংশ নিতে অন্য ক্লাবে যোগ দেওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে