ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ভাইয়ের জন্মদিনই হলো বোনের মৃত্যুদিন

২০২৫ মে ২০ ১১:৩৫:১০
ভাইয়ের জন্মদিনই হলো বোনের মৃত্যুদিন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে বড় ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতির সময় গলায় বেলুন আটকে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম রাফসা আক্তার। সে ওই গ্রামের মো. রনি মিয়ার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন বারবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাহাবুল আলম।

তিনি বলেন, সোমবার শিশু রাফসার বড় ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল। পরিবারের সদস্যরা তার জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী রাত সাড়ে ৮টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাজাতে ব্যস্ত ছিলেন। সেসময় শিশু রাফসা খাটের ওপর বসে খেলার একপর্যায়ে মুখে বেলুন ঢুকিয়ে দিলে ধীরে ধীরে গলায় আটকে যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বিষয়টি বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার সময় পথেই শিশুটির মৃত্যু হয়।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, গলায় বেলুন আটকে রাফসা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে