ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

ফিলিস্তিনিকে সুবর্ণ সুযোগ দিচ্ছে সৌদি আরব

২০২৫ মে ২০ ০৯:০৪:২৮
ফিলিস্তিনিকে সুবর্ণ সুযোগ দিচ্ছে সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক: এবার আত্মীয় হারানো এক হাজার ফিলিস্তিনিকে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিনামূল্যে হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৯ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, এই সুযোগ পাবেন আহত বা ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তির পরিবারও। দেশটির হজ কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে আমন্ত্রিতরা বিশেষ ভিসার পাশাপাশি সৌদি সরকারের পক্ষ থেকে যাতায়াত, থাকা-খাওয়া সব সুবিধা পাবেন। প্রধানত আমন্ত্রিত ফিলিস্তিনিদের গাজা ও পশ্চিম তীর থেকে নির্বাচন করা হয়েছে।

এই বিষয়ে ফিলিস্তিনি এক পরিবার জানান, ‘এই হজ আমাদের জন্য আল্লাহর রহমত। যুদ্ধে স্ত্রী-সন্তান হারিয়ে আমি ভেঙে পড়েছিলাম।’ হামাস ও ফাতাহ উভয়ই সৌদি আরবকে ধন্যবাদ জানালেও, ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গভির মন্তব্য করেছেন ‘সৌদি আরব সন্ত্রাসীদের পুরস্কৃত করছে।’

এদিকে সৌদি আরবের এই উদ্যোগকে ‘মানবিক সংহতি’ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবেও আখ্যা দিচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালে সৌদি আরব ২,০০০ ইউক্রেনীয় শরণার্থীকে বিনামূল্যে হজ করিয়েছিলো। এছাড়াও গত বছর কাশ্মীরি পরিবারদের জন্য একই ব্যবস্থা করা হয়েছিলো।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে