ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

নুসরাত ফারিয়াকে নিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা

২০২৫ মে ১৯ ১১:৫৬:৪৫
নুসরাত ফারিয়াকে নিয়ে মুখ খুললেন সংস্কৃতি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে পাঠানো ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঘিরে ‘বিব্রতকর’ মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ (১৯ মে) সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামী ২২ মে তার জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে মতামত জানান সংস্কৃতি উপদেষ্টা।

ফারুকী লিখেছেন, “আমি সাধারণত চেষ্টা করি মন্ত্রণালয়ের বাইরের বিষয়ে কথা না বলতে। তবে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুদিন পর এখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকল।”

তিনি আরও লেখেন, “সরকারের কাজ হলো প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের নীতিমালা পরিষ্কার—প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার সময়ই ফারিয়াকে আটক করা হয়।”

সংস্কৃতি উপদেষ্টা ফারুকী মনে করেন, এটি কোনো পূর্বপরিকল্পিত প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং তা হতে পারে ‘ওভার নার্ভাসনেস’ বা অতিমাত্রায় সাড়া দেওয়ার প্রতিক্রিয়া।

তার ভাষায়, “আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে ক্ষোভের জেরে এমনটি ঘটতে পারে। কিছুদিন আগেই ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও একই ধরনের ঘটনা ঘটেছিল। এসব কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।”

ফারুকী আশা প্রকাশ করে বলেন, “আমি বিশ্বাস করি, ফারিয়া আইনি প্রতিকার পাবেন। ভবিষ্যতে এই ধরনের ঢালাও মামলাকে আরও সংবেদনশীলভাবে পরিচালনা করব। মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ হলো জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করা।”

রোববার (১৮ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ওই থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে