ঢাকা, রবিবার, ১৮ মে ২০২৫
Sharenews24

নতুন সংকট নিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

২০২৫ মে ১৮ ১৬:০৮:১১
নতুন সংকট নিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: রোববার (১৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ভারতের স্থলবন্দর দিয়ে কিছু বাংলাদেশি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে তিনি বিষয়টিকে দুই দেশের বাণিজ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে উল্লেখ করেন।

উপদেষ্টা বলেন, “প্রতিযোগিতামূলক সক্ষমতায় টিকে থাকতে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে। উভয় দেশের ভোক্তা ও উৎপাদনের স্বার্থে বাণিজ্য চালু থাকবে।”

তিনি জানান, কিছু বন্দরে নিষেধাজ্ঞা দেওয়া হলেও অন্যান্য বন্দরের মাধ্যমে বাণিজ্য চালু রয়েছে। আমদানি-রপ্তানি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এই ঘাটতিসহ সব বিষয় ভারতের সঙ্গে আলোচনায় তুলে ধরা হবে।”

ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের বিষয়ে তিনি জানান, “এতে এখনো দেশে কোনো বড় প্রভাব পড়েনি। নিজস্ব সক্ষমতা ব্যবহার করেই সমাধান করা হয়েছে। ভবিষ্যতেও আলোচনার মাধ্যমেই নতুন সমস্যার সমাধান করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিষয়টি নিয়ে কাজ করছে।”

এর আগে শনিবার (১৭ মে) ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য দফতর (DGFT) জানায়, কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশি রেডিমেড পোশাক আমদানি করা যাবে না। শুধুমাত্র নহভা শেভা এবং কলকাতা সমুদ্রবন্দর দিয়ে এসব পোশাক প্রবেশ করতে পারবে।

এছাড়া বাংলাদেশ থেকে ফল, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক ও পিভিসি পণ্য, রঞ্জক ও কাঠের আসবাবপত্র আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার শুল্ককেন্দ্র দিয়ে ঢুকতে পারবে না।

তবে মাছ, এলপিজি, ভোজ্যতেলের মতো পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। আর ভারত হয়ে নেপাল বা ভুটানের মতো তৃতীয় দেশে পণ্য পাঠানোর বিষয়েও কোনো নিষেধাজ্ঞা নেই।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে