ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

‘সচেতন হোন, প্লিজ!’— ইলিয়াস হোসেনের হুঁশিয়ারি

২০২৫ মে ১৫ ১২:৫৬:৪১
‘সচেতন হোন, প্লিজ!’— ইলিয়াস হোসেনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে মুসলিম তরুণীদের ধর্মান্তরিত করে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে গাজীপুরের পুবাইল থানা পুলিশ সম্প্রতি ঋত্তিক সাহা নামে এক যুবককে গ্রেফতার করেছে। ঋত্তিক সাহা, যিনি রাজু সাহার ছেলে এবং গাজীপুরের সাতানীপাড়া এলাকার বাসিন্দা, পিটিআইয়ের (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) সঙ্গে যুক্ত বলে জানা গেছে। তিনি মুসলিম তরুণীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

ভুক্তভোগী তরুণী রোজা অভিযোগ করেন যে, ঋত্তিক প্রথমে নিজের ধর্ম গোপন করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুরের পুবাইলে নিজ বাসায় নিয়ে গিয়ে তিন মাস ধরে জোরপূর্বক স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে বাধ্য করেন। এ সময় তাকে হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতেও বাধ্য করা হয়, এমনকি শাখা-সিঁদুর পরিয়ে হিন্দু নারীর সাজে সাজানো হয়।

ধর্মীয় রীতিনীতি মানতে অস্বীকৃতি জানালে রোজাকে তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই মানসিক অত্যাচারের পাশাপাশি তাকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়।

ঘটনার পর স্থানীয় মুসলমানদের সহায়তায় থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং ভুক্তভোগী বর্তমানে দুই মাসের গর্ভবতী বলে জানা গেছে। রোজার পরিবার তার পাশে না দাঁড়ানোয় তিনি পরিবারহীন হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বিচার চেয়ে মামলা দায়ের করেছেন।

পুবাইল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, “অভিযোগ পেয়ে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি এবং তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করেছি।”

এই ঘটনায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) নামক সংগঠনটির বিরুদ্ধে ধর্মান্তরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। বাংলাদেশে এই সংগঠনটির কার্যক্রম নিয়ে বিতর্ক চলছে এবং বিভিন্ন মহল তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে