ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

আবারও নাম বদলাল চীন, ভারতের কড়া প্রতিক্রিয়া

২০২৫ মে ১৫ ১২:১০:৪৮
আবারও নাম বদলাল চীন, ভারতের কড়া প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: আবারও অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে ‘জাংনান’ হিসেবে উল্লেখ করেছে চীন, যা সরাসরি প্রত্যাখ্যান করেছে ভারত। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় গত রোববার অরুণাচল প্রদেশের ২৭টি নতুন ভূ-নামের তালিকা প্রকাশ করে, যার মধ্যে রয়েছে পর্বত, নদী, হ্রদ, গিরিপথ এবং আবাসিক এলাকা। এসব নাম চীনা, তিব্বতি ও পিনইন ভাষায় উল্লেখ করা হয়েছে, সঙ্গে যুক্ত করা হয়েছে জিও-কোঅর্ডিনেট ও উচ্চ রেজুলেশনের মানচিত্র।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “চীন এ ধরনের নাম পরিবর্তনের মাধ্যমে অরুণাচলের বাস্তব অবস্থান পাল্টাতে পারবে না। এই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।” তিনি চীনের উদ্যোগকে ‘অর্থহীন ও হাস্যকর’ হিসেবে বর্ণনা করে তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন।

চীনের দাবি, অরুণাচল প্রদেশ আসলে “জাংনান” নামে পরিচিত এবং এটি চীনের সার্বভৌম ভূখণ্ডের অংশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘‘আমরা আমাদের সার্বভৌম অধিকার অনুযায়ী ভূ-নামের সংশোধন করেছি।’’

চীন ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পাঁচ ধাপে অরুণাচল প্রদেশের নাম পরিবর্তনের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে ২০২৫ সালের মার্চে ৩০টি, ২০২৩ সালে ১১টি, ২০২১ ও ২০১৭ সালে ছয়টি করে নাম বদলানো হয়।

এই নতুন তালিকা প্রকাশের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ভারত-চীন সম্পর্ক কিছুটা স্থিতিশীলতার পথে ছিল। বিশেষ করে পূর্ব লাদাখে দীর্ঘদিনের সামরিক অচলাবস্থা অবসানের পর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেখা গিয়েছিল।

ভারতের কূটনৈতিক মহল মনে করছে, চীনের এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং সীমান্ত ইস্যুতে আবারও উত্তেজনা তৈরি করতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে