ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

ড. ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি

২০২৫ মে ১৪ ১৬:০৮:৫৩
ড. ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডি-লিট ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি-লিট) ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৪ মে) দুপুর ২টা ১৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি তুলে দেন চবির উপাচার্য ও সমাবর্তন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা এবং মানবিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, “ড. ইউনূস একজন বিশিষ্ট বাংলাদেশি, যিনি বাংলাদেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরেছেন।”

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের মোট ২২ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়া, ৪২ জন পিএইচডি এবং ৩৩ জন এমফিল ডিগ্রিধারী রয়েছেন এবারের সমাবর্তনে।

অনুষ্ঠানের জন্য চবির প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত ফি বাবদ বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে প্রায় ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ হয়েছে প্যান্ডেল নির্মাণ, সাজসজ্জা এবং আবাসন ব্যবস্থাপনায়।

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ড. ইউনূস আরও একবার প্রমাণ করলেন যে, তাঁর কাজ কেবল বাংলাদেশের জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে