ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

টানা পতনে ফের অস্থির শেয়ারবাজার, ৩০০ কোটির নিচে লেনদেন

২০২৫ মে ১৪ ১৫:২৬:২৬
টানা পতনে ফের অস্থির শেয়ারবাজার, ৩০০ কোটির নিচে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনে অস্থির হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়ে বাজারে চলছে ব্যাপক বিক্রির চাপ। আজ বুধবার (১৪ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম নিম্নতম লেনদেন।

আজ দিনের শুরুতেই নেতিবাচক প্রবণতা দেখা যায় সূচকে। সকাল থেকেই বেশিরভাগ শেয়ারে বিক্রির চাপ থাকায় সূচক ধীরে ধীরে নিচে নামতে থাকে। তারপর কয়েকবার সূচক ওঠার চেষ্টা করলেও সেল প্রেসারের কারণে পারেনি। শেষ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৯ পয়েন্ট কমে যায়।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে পরিমাণ প্রতিষ্ঠানের দর বেড়েছে, তারচেয়ে প্রায় পাঁচ গুণ প্রতিষ্ঠানের দর কমেছে। লেনদেন হয়েছে ২৯৪ কোটি টাকার কিছু বেশি।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ না বাড়লে এবং আস্থা ফেরাতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না এলে এই পতনের ধারা আরও দীর্ঘ হতে পারে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ

আজ (১৪ মে) ডিএসইর প্রধান সূচক ৩৮.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯১

ডিএসইতে আজ ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির এবং পরিবর্তন হয়নি ৪৬টির।

বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সিএসইতে আজ ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭ কোটি ৬৭ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬১৪ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ৩৬.৯৩ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে