ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

ভারতীয় হামলায় হতাহতের খবর জানাল পাকিস্তান

২০২৫ মে ১৩ ২১:৪৩:২৮
ভারতীয় হামলায় হতাহতের খবর জানাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান জানিয়েছে, দেশটির ভূখণ্ডে ভারতের সামরিক আগ্রাসনে গত ৬ মে থেকে ১০ মে পর্যন্ত অন্তত ১১ জন সেনা সদস্য ও ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, ৬ মে রাতে বিনা উসকানিতে ভারতীয় বাহিনী হামলা শুরু করে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু। আহত হয়েছেন আরও ১২১ জন, এর মধ্যে ১০ নারী ও ২৭ শিশু রয়েছে।

আইএসপিআর আরও জানায়, ভারতীয় আগ্রাসনের মুখে মাতৃভূমির রক্ষায় সাহসিকতা দেখাতে গিয়ে পাকিস্তান সেনাবাহিনীর ১১ সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭৮ জন।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা চ্যালেঞ্জের মুখে পড়লে তার উপযুক্ত, পূর্ণমাত্রার এবং তাৎক্ষণিক জবাব দেওয়া হবে।”

উল্লেখ্য, ভারতের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে। তারা জানিয়েছে, পাকিস্তানের হামলায় তাদের ১৫ জন বেসামরিক নাগরিক ও পাঁচজন সেনা নিহত হয়েছেন।

এ পরিস্থিতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, “ভারতের ভয়াবহ আগ্রাসন জাতিকে আরও ঐক্যবদ্ধ করেছে। পাকিস্তান ও তার সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকির জবাব দিতে প্রস্তুত।”

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোক প্রকাশ করেন।

এদিকে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “বিশ্বের অন্যতম স্বীকৃত সন্ত্রাসী” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “ভারত শুধু পাকিস্তানেই নয়, কানাডা ও অন্যান্য দেশেও সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। শিখ সম্প্রদায়ের নেতাদের লক্ষ্য করে হামলারও প্রমাণ রয়েছে আমাদের হাতে।”

তিনি দাবি করেন, ভারতের সহায়তায় পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী সংগঠনগুলোর তৎপরতা বাড়ানো হচ্ছে এবং ইসলামাবাদের কাছে সেই সম্পর্কিত তথ্য-প্রমাণ রয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে