ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপ, ফেসবুকে প্রতিবাদের বন্যা

২০২৫ মে ১৫ ০৭:১২:৫৯
তথ্য উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপ, ফেসবুকে প্রতিবাদের বন্যা

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দফা দাবিতে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচির সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঝড় দেখা দিয়েছে।

বুধবার (১৪ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে অংশ নিতে গিয়ে শারীরিকভাবে হেনস্থার শিকার হন উপদেষ্টা মাহফুজ।

এই ঘটনায় অনেক নেটিজেন তাঁর উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখলেও বোতল ছোড়ার মতো সহিংস আচরণকে "অসভ্য", "গণতন্ত্রবিরোধী" এবং "বর্বরতা" হিসেবে অভিহিত করেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, “একজন রাষ্ট্রীয় প্রতিনিধিকে লাঞ্ছিত করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।”

ব্লগার মাহমুদুল হাসান মন্তব্য করেছেন, “শারীরিক সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি।”

তবে কেউ কেউ সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেন, “ছাত্র উপদেষ্টাদের সামনে ঠেলে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় মূল দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।” তাঁর মতে, জবি শিক্ষার্থীদের দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল।

অন্যদিকে কিছু ব্যবহারকারী ঘটনাটিকে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা বলেও অভিহিত করেছেন। ফেসবুক ব্যবহারকারী অরণ্য আরিফ প্রশ্ন তোলেন, “যদি একজন উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার কী হবে?”

এদিকে সাইফুদ্দিন আহমেদ মন্তব্য করেন, “মতভেদ থাকতেই পারে, তাই বলে মাথায় বোতল ছোড়া? এই বর্বরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” একইভাবে এসএম ফরহাদ লিখেছেন, “এটি প্রতিবাদের ভাষা হতে পারে না।”

ফেসবুকের অনেকেই দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, আন্দোলনের মূলে থাকা যৌক্তিক দাবিগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন অনেকেই।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে