ঢাকা, বুধবার, ১৪ মে ২০২৫
Sharenews24

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কাঠগড়ায়

২০২৫ মে ১৪ ২১:০১:৫৬
বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কাঠগড়ায়

নিজস্ব প্রতিবেদক: এক দম্পতির বিরুদ্ধে গৃহপালিত বিড়াল নির্যাতনের অভিযোগ উঠলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অভিযোগে বলা হয়েছে, ওই দম্পতির গৃহকর্মী একটি পোষা বিড়ালকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারধর করেছেন। অভিযোগকারী তরুণী দাবি করেছেন, নির্যাতনের শিকার বিড়ালটি তাঁর পোষ্য, যেটি কয়েক মাস আগে রাস্তায় পড়ে থাকতে দেখে তিনি আশ্রয় দিয়েছিলেন।

ঘটনার সূত্রপাত সোমবার সন্ধ্যায়, ‘ক্যাট সোসাইটি অব বাংলাদেশ’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘ইলমা ইলমা’ নামের একটি আইডি থেকে দেওয়া এক পোস্টে। সেখানে তিনি জানান, দুপুর আড়াইটার দিকে তাঁর ছোট ভাই একটি বিড়ালের চিৎকার শুনে বিষয়টি তাঁকে জানায়। পরে তিনি পাশের ফ্ল্যাটে গিয়ে দেখেন, সাদা একটি বিড়ালকে রড দিয়ে আঘাত করা হচ্ছে। পরে তিনি বুঝতে পারেন, এটি তাঁরই পোষা বিড়াল।

ইলমা লেখেন, বিড়ালটিকে তিনি মাটিতে পড়ে থাকতে দেখেন—তার শরীর কাঁপছিল, নাক থেকে রক্ত ঝরছিল এবং কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। মাত্র ১০ মিনিটের জন্য অন্য ফ্ল্যাটে ঢুকে পড়ে বিড়ালটি এমন নিষ্ঠুরতার শিকার হয় বলে জানান তিনি।

এই পোস্ট ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত দম্পতির কর্মস্থল গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মাকে ট্যাগ করে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। তারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। অনেকেই অভিযুক্তদের ছবি ও পরিচয় অনলাইনে শেয়ার করেন।

ঘটনার পর গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা তাদের ফেসবুক পেজে বিবৃতি দেয়।গ্রামীণফোন জানায়, “আমরা যে কোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই এবং বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছি।”অ্যারিস্টোফার্মার পক্ষ থেকেও বলা হয়, “আমরা সকল জীবের প্রতি মানবিক আচরণে বিশ্বাসী এবং এই অভিযোগকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।”

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে