ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

ধেয়ে আসছে ঝড়, ৪ অঞ্চলে জরুরি সতর্কতা

২০২৫ মে ১১ ১৭:১৩:৩৩
ধেয়ে আসছে ঝড়, ৪ অঞ্চলে জরুরি সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: দেশের চার অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে রোববার (১১ মে) সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে জানান, পরশুদিন থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। যা ২০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নেই, তবে এ মাসের শেষভাগে সাগরে লঘুচাপ তৈরি হয়ে ঘুর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে