ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

পাক সেনাপ্রধানের হুঁশিয়ারিতে তোলপাড়

২০২৫ মে ০৬ ১৭:৩৭:০২
পাক সেনাপ্রধানের হুঁশিয়ারিতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, দেশের মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় যেকোনো আগ্রাসনের জবাব সর্বশক্তি দিয়ে দেওয়া হবে। তিনি হুঁশিয়ারি দেন, যদি দেশের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা হয়, তবে পাকিস্তান কঠোর জবাব দেবে।

গতকাল সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারসে (জিএইচকিউ) অনুষ্ঠিত ১৫তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তানের অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান বলেন, “পাকিস্তান এই অঞ্চল এবং বহির্বিশ্বে শান্তি চায়। কিন্তু দেশের স্বার্থে যদি প্রয়োজন হয়, তবে আমরা পূর্ণ শক্তি প্রয়োগ করব।”

তিনি বলেন, বেলুচিস্তানে নিরাপত্তা ও উন্নয়নের পথে প্রধান অন্তরায় হচ্ছে বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, “যারা ষড়যন্ত্র করে সহিংসতা ছড়াতে চায়, তারা সফল হবে না।” সন্ত্রাসবাদকে তিনি ধর্ম, সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর বিষয় নয় বলেও মন্তব্য করেন, বরং এটি জাতীয় ঐক্যের মাধ্যমে মোকাবিলার আহ্বান জানান।

জেনারেল মুনির বলেন, “যেসব গোষ্ঠী বেলুচ পরিচয়ের নামে সন্ত্রাস চালাচ্ছে, তারা বেলুচদের দেশপ্রেম ও সম্মানের প্রতি অবমাননাকর।”

তিনি জানান, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের সমর্থন নিয়ে সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাবে। পাশাপাশি সরকার বেলুচিস্তানের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জোর দিয়েছে এবং চলমান ও পরিকল্পিত প্রকল্পগুলো এ সংক্রান্ত অপপ্রচারের উপযুক্ত জবাব বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, “অনেক প্রকল্প ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং সেগুলোর সুফল বেলুচিস্তানের জনগণ ভোগ করতে শুরু করেছে।”

বক্তব্যের শেষ দিকে তিনি বেলুচিস্তানের তরুণ প্রজন্ম ও নাগরিক সমাজের ভূমিকাকে প্রশংসা করেন এবং বলেন, “তারা জনগণের মধ্যে সচেতনতা তৈরি করছে এবং এ প্রক্রিয়াই উন্নয়নের পথ সুগম করছে।”

ওয়ার্কশপের অংশগ্রহণকারীদের সঙ্গেও সেনাপ্রধান মতবিনিময় করেন। ২০১৬ সাল থেকে আয়োজিত এই কর্মশালায় বেলুচিস্তানের রাজনীতিক, আমলা, একাডেমিক, গণমাধ্যমকর্মী ও তরুণ সমাজ অংশ নিয়ে থাকে। এর লক্ষ্য হলো জাতীয় ও প্রাদেশিক গুরুত্বপূর্ণ বিষয়সমূহে অংশগ্রহণকারীদের সক্ষমতা বৃদ্ধি করা এবং সমন্বিত প্রতিক্রিয়া গড়ে তোলা।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে