ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে, উত্থানের আভাস

২০২৫ মে ০৫ ১৫:১৯:২১
বছরের সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে, উত্থানের আভাস

নিজস্ব প্রতিবেদক: তিন সপ্তাহের বেশি সময় শেয়ারবাজারে ধারাবাহিক পতনের পর আগেরদিন রোববার বাজার ঘুরে দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও উদ্বেগ সর্বোচ্চ মাত্রায় ছড়িয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ০৬ এপ্রিল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ছিল ৫ হাজার ২০৬ পয়েন্টে। সর্বশেষ গত ৩০ এপ্রিল (বুধবার) ডিএসইর প্রধান সূচক কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৭ পয়েন্টে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক কমেছে ২৮৯ পয়েন্ট।

এদিকে, গত ০৬ এপ্রিল ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। আর ৩০ এপ্রিল বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৫৯ কোটি টাকায়। এ সময়ে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৮৫ কোটি টাকা।

আগের দিন রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে সোয়া ৩৮ পয়েন্ট। আজ ডিএসইর প্রধান সূচক বেড়েছে প্রায় সাড়ে ৮ পয়েন্ট। গত দুই দিনে ডিএসইর সূচক বেড়েছে ৪৭ পয়েন্ট এবং বাজার মূলধন ফিরেছে ২২৯ কোটি টাকা। আজ ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, নানা কারণে বাজারে অনেক ধকল গেছে। এবার বাজারের শক্তিমত্তা নিয়ে ঘুরে দাঁড়ানের পালা। বড় বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখনো ইতিবাচক প্রবণতা নিয়ে বাজারে সক্রিয় হচ্ছে না। তারা সক্রিয় হলে বাজার ঘুরতে বেশি সময় লাগবে না।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

আজ (০৫ মে) ডিএসইর প্রধান সূচক ৮.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১.৪৩২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৫৮৪ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৩৩ লাখ টাকার।

এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির এবং পরিবর্তন হয়নি ৫৮টির।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৬ কোটি ০২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬ কোটি ৩৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৮.৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৬৪ পয়েন্টে। আগেরদিন সিএএসপিআই কমেছিল ০.০৭ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে