ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

বড় ধাক্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে

২০২৫ মে ০৫ ১১:২১:৫৬
বড় ধাক্কা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে স্বাস্থ্যখাত নিয়ে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ। সোমবার (৫ মে) জমা দেওয়া কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এখন থেকে ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা (প্রতিনিধি) আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়, রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের সঙ্গে ওষুধের তথ্য বা পণ্যের প্রচার-প্রসারের জন্য সরাসরি দেখা করতে পারবেন না। তাদেরকে ই-মেইলের মাধ্যমে তথ্য পাঠাতে হবে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে চিকিৎসকদের মূল্যবান সময় সাশ্রয় হবে। একইসঙ্গে ঘুষ, উপহার কিংবা অন্যান্য অনৈতিক লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

সংস্কার কমিশনের মতে, অনেক সময় চিকিৎসকেরা ফার্মা কোম্পানিকে খুশি করতে গিয়ে অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করে থাকেন। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণে স্বাস্থ্যঝুঁকিতেও পড়েন। রিপ্রেজেন্টেটিভদের সরাসরি প্রবেশাধিকার বন্ধ হলে এই সমস্যাও অনেকাংশে সমাধান হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়েছে। এতে রোগীরা একই গুণগত মানের ওষুধ অনেক কম দামে কিনতে পারবেন। একইসঙ্গে স্বাস্থ্যব্যবস্থায় স্বচ্ছতা ও ব্যয়-সাশ্রয় নিশ্চিত হবে।

এই বিষয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “এই সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে মৌলিক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন।”

স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিত করতে এবং ওষুধনির্ভর দুর্নীতি হ্রাসে এই সুপারিশগুলো বাস্তবায়নের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে