ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

গ্রাহকদের নতুন বার্তা পল্লী বিদ্যুতের

২০২৫ মে ০৫ ১১:১২:০০
গ্রাহকদের নতুন বার্তা পল্লী বিদ্যুতের

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের খোলা বাজার থেকে তার না কেনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। সার্ভিস ড্রপ তারের মজুদ পর্যাপ্ত থাকায় এ অনুরোধ জানানো হয়েছে।

রোববার (৪ মে) এক সার্কুলারে জানানো হয়, আবাসিক, শিল্প ও মাঝারি লোডের সংযোগের জন্য পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) স্টোরে পর্যাপ্ত পরিমাণ সার্ভিস ড্রপ (ডি-১১) মজুদ রয়েছে এবং চলতি মাসেই আরও সরবরাহ করা হবে।

সার্কুলারে আরও বলা হয়, মিটার ও সার্ভিস ড্রপ তার বিনামূল্যে সরবরাহের নিয়ম রয়েছে। আগে মজুদ সংকট থাকায় গ্রাহকদের নিজ অর্থে নির্ধারিত মানের তার কেনার অনুমতি দেওয়া হয়েছিল, যার মূল্য পরবর্তীতে বিলের সঙ্গে সমন্বয়ের কথা ছিল। কিন্তু অনেক ক্ষেত্রেই এই নিয়ম সঠিকভাবে অনুসরণ করা হয়নি।

এখন পর্যাপ্ত মজুদ থাকায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে কেন্দ্রীয় গুদাম থেকে সার্ভিস ড্রপ সংগ্রহ করে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রাহকদের খোলা বাজার থেকে তার না কেনার জন্য অনুরোধ করা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে