ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

সকল করদাতার জন্য ৫ হাজার টাকা আয়কর চালুর প্রস্তাব

২০২৫ মে ০৫ ০৬:১৭:১৮
সকল করদাতার জন্য ৫ হাজার টাকা আয়কর চালুর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ‘করবৈষম্য’ দূর করতে শহর ও গ্রামের করদাতাদের জন্য সমান ন্যূনতম আয়কর নির্ধারণের পরিকল্পনা করেছে সরকার। বর্তমানে অঞ্চলভেদে ন্যূনতম আয়কর ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে হলেও এবার তা একীভূত করে সবার জন্য ৫ হাজার টাকা নির্ধারণের চিন্তা করা হচ্ছে।

পাশাপাশি মূল্যস্ফীতির প্রভাবে জর্জরিত স্বল্প আয়ের মানুষের করভার কিছুটা কমাতে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে সাড়ে ৩ লাখ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, আয়কর রিটার্ন জমা দেওয়ার পদ্ধতিতে আধুনিকায়নের অংশ হিসেবে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার বিষয়েও পরিকল্পনা রয়েছে।

এনবিআর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ন্যূনতম করহার অপরিবর্তিত থাকলেও এবার তা সমানভাবে সবার জন্য নির্ধারণ করার মাধ্যমে করব্যবস্থায় সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে।

তবে এই উদ্যোগ নিয়ে কিছু বিশেষজ্ঞের মতভেদ রয়েছে। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ মনে করেন, গ্রামের করদাতাদের ন্যূনতম কর হঠাৎ ৫ হাজার টাকা করে দিলে আয়কর প্রদানে অনীহা তৈরি হতে পারে। তিনি ধাপে ধাপে এই হার সমান করার পরামর্শ দেন।

বর্তমানে আয় অনুযায়ী ব্যক্তিশ্রেণির করহার ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত নির্ধারিত রয়েছে। অতীত পর্যালোচনায় দেখা গেছে, এনবিআর আয়সীমা সাধারণত ২-৩ বছর পরপর বাড়ালেও কখনও কমায়নি। এবারও মূল্যস্ফীতির চাপ মাথায় রেখে সীমা বাড়ানো হলেও করহার অপরিবর্তিত রাখা হচ্ছে।

কর নীতির এই পরিবর্তনের ফলে কিছুটা স্বস্তি মিললেও এনবিআরের আশঙ্কা, অতিরিক্ত করমুক্ত সীমা নির্ধারণ করলে অনেকেই করের আওতার বাইরে চলে যেতে পারে, যা রাজস্ব আহরণে প্রভাব ফেলবে। সে কারণেই সীমিত পরিসরে ছাড় দেওয়ার কৌশল গ্রহণ করা হচ্ছে।

এই পরিবর্তনগুলো বাস্তবায়িত হলে কর ব্যবস্থায় সাম্য ও স্বচ্ছতা বৃদ্ধির পাশাপাশি করদাতাদের মধ্যে সচেতনতা ও অংশগ্রহণও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে