ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

হজ ও ওমরাহ আদায়ের পদ্ধতি

২০২৫ এপ্রিল ২৯ ১৭:৩৬:১১
হজ ও ওমরাহ আদায়ের পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক: তামাত্তু হজ আদায়ের পদ্ধতি: বাংলাদেশ থেকে যাঁরা পবিত্র হজে গমন করেন, তাঁরা সাধারণত তামাত্তু হজ আদায় করে থাকেন। তামাত্তু হজকারীদের ওমরাহর পর হালাল হয়ে পৃথক ইহরামে হজ করতে হয়। তাঁদের নিম্নবর্ণিত কাজগুলো ধারাবাহিকভাবে আদায় করতে হবে। ৮ জিলহজের আগেই তাদের ওমরাহ পালন করতে হয়।

তারিখ / ধাপকরণীয়
ওমরাহ (৮ জিলহজের আগে) হুদুদে হারামের যেকোনো স্থান থেকে ইহরাম বেঁধে ওমরাহ পালন, এরপর হালাল হয়ে ইহরাম খোলা।
৮ জিলহজ পুনরায় ইহরাম, মিনায় পৌঁছা, ৫ ওয়াক্ত নামাজ আদায়।
৯ জিলহজ মিনায় থেকে আরাফাতে যাত্রা, জোহর+আসর একত্রে আদায়, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান, মুজদালিফায় যাত্রা।
মুজদালিফায় মাগরিব+এশা একত্রে নামাজ, রাতযাপন ও ফজরের পর কিছু সময় অবস্থান।
১০ জিলহজ মুজদালিফা → মিনা, বড় জামারায় ৭টি কঙ্কর, কোরবানি, মাথা মুণ্ডানো, ইহরাম খোলা।
তাওয়াফে জিয়ারত + সাঈ (১০-১২ তারিখের মধ্যে করতে হবে)।
১১-১২ জিলহজ প্রতিদিন তিন জামারায় ২১টি কঙ্কর (৭×৩), সূর্য হেলার পর থেকে রাত পর্যন্ত সময়।
১৩ জিলহজ (ঐচ্ছিক) তিন জামারায় কঙ্কর নিক্ষেপ, এরপর মিনার রাতযাপন ছাড়া মিনা ত্যাগ।
বিদায়ী তাওয়াফ মক্কা ত্যাগের আগে বিদায়ী তাওয়াফ করা ওয়াজিব।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে