ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

রাজধানীতে ট্রেড লাইসেন্স বাতিলের চাঞ্চল্যকর তথ্য

২০২৫ এপ্রিল ২৮ ১৯:৩৬:৫২
রাজধানীতে ট্রেড লাইসেন্স বাতিলের চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আবাসিক ও বাণিজ্যিক ভবনে নকশাবহির্ভূতভাবে পরিচালিত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে। সোমবার (২৮ এপ্রিল) ডিএসসিসি এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদিত নকশার বাইরে রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে। এছাড়া ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ চালানো হচ্ছে যা জনস্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে দুর্ঘটনায় প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা ঘটেছে।

এছাড়া কিছু অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান অনৈতিকভাবে করপোরেশনের ট্রেড লাইসেন্স গ্রহণ করেছে। এসব কারণে, নকশাবহির্ভূত সব রেস্তোরাঁ এবং ছাদে অবস্থিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। পরবর্তীতে এসব লাইসেন্স দিয়ে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জিল্লুর রহমান জানান, ‘যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন বাতিল হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ অন্তর্ভুক্ত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সঠিক তথ্য দিয়ে আমাদের কাছে আবেদন করলে সেই রেস্তোরাঁ সচল করা হবে।’

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে