ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ’

২০২৫ এপ্রিল ২৮ ১৭:০৯:২৫
‘মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ’

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মন্ত্রণালয়ের মতামত ছাড়া বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

সোমবার (২৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, “ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা, এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে মতামত চেয়েছিল। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদের সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তবে, যখন তারা আমাদের কাছে মতামত নিতে পাঠিয়েছিল, আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। তাতে জানতে পারি, নির্বাচনী যে প্লেইন রয়েছে, সেটা নাকি পরিবর্তন করা যাবে না, কারণ সেখানে হাইকোর্টের রায় রয়েছে।”

তিনি আরও বলেন, “ইশরাক হোসেন নাকি পরবর্তীতে প্লেইন পরিবর্তন করেছিলেন, যার কারণে আমরা দ্বিধান্বিত ছিলাম—এটা গেজেট নোটিফিকেশন হবে নাকি আপিল করা হবে। তবে নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেনি এবং তারা নিজেদের সিদ্ধান্তে গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। এখানে আমার বলার কিছু নেই।”

এদিকে, ইরেশ জাকের বিরুদ্ধে হত্যা মামলা এবং অন্যান্য মামলা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, “বাংলাদেশের আইনে কোথাও মামলা করার ক্ষেত্রে বাধা নেই। যে কেউ যে কারও বিরুদ্ধে মামলা করতে পারে। তবে অনেক সময় হয়রানিমূলক বা বিদ্বেষমূলক মামলা হয়, যেমন জমি বা ব্যবসা দখলের উদ্দেশ্যে মামলা করা। এসব খুব দুঃখজনক। মামলার পর আমরা পুলিশ প্রশাসন ও আদালতের মাধ্যমে প্রতিকার দেওয়ার চেষ্টা করছি। এখন এত মামলা হচ্ছে যে, আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে