ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আদালত চত্বরে সাবেক মন্ত্রীকে থাপ্পড়

২০২৫ এপ্রিল ২৮ ১৭:৩১:০০
আদালত চত্বরে সাবেক মন্ত্রীকে থাপ্পড়

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে আদালত চত্বরে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে থাপ্পড় মারার ঘটনা ঘটেছে। এটি ঘটে যখন আদালত থেকে কারাগারে যাওয়ার সময় তার বিরুদ্ধে কিছু আইনজীবী অসন্তোষ প্রকাশ করে এবং তাকে থাপ্পড় মারেন।

ঘটনাটি ঘটে সোমবার (২৮ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ আদালত চত্বরে। সাবেক মন্ত্রী আনিসুল হককে নিয়ে এই ঘটনাটি তখন ঘটে যখন আদালত তাকে মাদরাসাছাত্র হাফেজ সোলাইমান হত্যার মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ ঘটনায় নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন কাদিরের আদালতে সিআইডি সাত দিনের রিমান্ডের আবেদন করে। তবে আদালত তা নাকচ করে এবং চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার প্রধান বলেন, "এই হত্যাকাণ্ডটি ঘটেছিল গত বছর ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায়। মাদরাসাছাত্র মো. সোলাইমান ওই আন্দোলনে নিহত হন। তার হত্যার ঘটনায় ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। এই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন নম্বর আসামি করা হয়েছে।"

তিনি আরও জানান, "এ মামলায় সিআইডির তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। তবে আদালত এই রিমান্ডে চার দিন মঞ্জুর করেছে। আমরা আশা করি, এই রিমান্ডের মাধ্যমে ঘটনার সঠিক তথ্য উদঘাটন হবে।"

এদিকে, সাবেক মন্ত্রী আনিসুল হক আদালত চত্বরে আইনজীবীদের তীব্র প্রতিরোধের মুখে পড়েন এবং কিছু আইনজীবী তাকে থাপ্পড় মারেন এবং ধাওয়া করেন। পুলিশের নিরাপত্তায় তাকে দ্রুত আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

মামলাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন রয়েছে এবং ধারণা করা হচ্ছে রিমান্ডে থাকাকালীন আনিসুল হককে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাদরাসাছাত্র মো. সোলাইমান নিহত হন। তার মৃত্যুর ঘটনায় গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয় এবং এই মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে