ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

হাসপাতালে প্রেমিককে দেখতে এসে ৩২ লক্ষ টাকা চুরি

২০২৫ এপ্রিল ২৮ ১৮:৪৬:০৩
হাসপাতালে প্রেমিককে দেখতে এসে ৩২ লক্ষ টাকা চুরি

নিজস্ব প্রতিবেদক : দুর্ঘটনায় মস্তিষ্ক-মৃত্যু হওয়া প্রেমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আর ঠিক সেই সময় প্রেমিকা চুরি করে নিলেন মোবাইল আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিলেন ৩২ লক্ষ টাকা! এমন হৃদয়বিদারক ও অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদে।

২০২৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়া ফেরত ২৫ বছর বয়সী যুবক পোন্নাবোয়াইনা মল্লিকার্জুন যাদব পার্টি থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার ব্রেন ডেড হয়ে গেছে অর্থাৎ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে।

এই অবস্থায়, প্রেমিকা ও ব্যবসায়িক অংশীদার মেধা রেড্ডি তাকে দেখতে হাসপাতালে আসেন। কিন্তু পরে দেখা যায়, শুধু দেখতে নয়, তিনি প্রেমিকের মোবাইলটি চুরি করে নিয়ে যান এবং মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে থাকা ৩২ লক্ষ টাকা নিজের বাবার অ্যাকাউন্টে স্থানান্তর করেন।

মল্লিকার্জুনের মা এলজি মুকেশ্বরী যাদব বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও, চিকিৎসার খরচের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে গিয়ে দেখেন বড় অংকের টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তখনই বিষয়টি তার সন্দেহের জন্ম দেয়।

প্রথমে থানায় গিয়েও পুলিশ তার অভিযোগ নিতে চায়নি বলে তিনি দাবি করেন। এরপর তিনি পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন। কমিশনারের হস্তক্ষেপে অবশেষে এফআইআর দায়ের হয় প্রেমিকা মেধা রেড্ডি এবং তার বাবার বিরুদ্ধে।

তাদের বিরুদ্ধে চুরি, প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ। সেই সঙ্গে থানার কর্তব্যে গাফিলতিকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।

মল্লিকার্জুনের মা বলেন,"আমার ছেলের বয়স মাত্র ২৫ বছর। সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে আর তার সবচেয়ে কাছের মানুষই এই বিশ্বাসঘাতকতা করল! ওর বাবা পর্যন্ত এতে যুক্ত! আমি চাই পুলিশ যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।"

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে