ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

ধারাবাহিক পতনের প্রতিবাদে পুঁজিবাজার ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি

২০২৫ এপ্রিল ২৮ ১৫:৪৯:০০
ধারাবাহিক পতনের প্রতিবাদে পুঁজিবাজার ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ধারাবাহিক দরপতনে নাকাল শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। তারা তাদের পুঁজি হারিয়ে এখন প্রায় পর্যুদস্ত। জুলাই-অগাস্ট মাসে গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতার পরিবর্তনের পর শেয়ারবাজারে গতিশীলতা ফিরে আসবে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হয়েছিলেন। তবে দীর্ঘ আট মাসেও কোন ইতিবাচক পরিবর্তন না হওয়ায় বিনিয়োগকারীরা এখন হতাশ। অনেকে প্রায় আধা-পাগল অবস্থায় দিনাতিপাত করছে।

এমন পরিস্থিতিতে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা নানাভাবে তাদের ক্ষোভ ও হতাশা প্রকাশ করছে। এবার মাঠে নামছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশনের অপসারণের দাবিতে সংগঠনটি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ২টায় মতিঝিলে ডিএসই ভবনের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

এর আগে গত ২৩ এপ্রিল একই দাবিতে বাংলাদেশ ব্যাংক ও ডিএসইর সামনে বিক্ষোভ করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে