ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

আদালতে শাজাহান খানের অশালীন আচরণ

২০২৫ এপ্রিল ২১ ১১:৫৩:২৭
আদালতে শাজাহান খানের অশালীন আচরণ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান সোমবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ভেংচি কেটে হাসাহাসি করেন—এমন অভিযোগ তুলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, “শাজাহান খান আজও আদালতে ভেংচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন। তারা অত্যন্ত নির্লজ্জ; ১৫ বছর ধরে মানুষকে গুম, খুন করেছে অথচ বিন্দুমাত্র অনুশোচনা নেই। এমনকি বিচারপ্রক্রিয়াকেও তাঁরা হাস্যকর করে তুলছেন।”

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন, “যেদিন ফাঁসি হবে, সেদিনও হয়তো তারা হাসবে, তবে সেদিন এই অপরাধের জবাব পাবেন।”

এর আগের দিন, ২০ এপ্রিল (রবিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় পুলিশ সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেন শাজাহান খান। অভিযোগ রয়েছে, তখন তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, “রাজাকারের বাচ্চা, তোদের দেখে নেব।”

পরে সোমবার আদালতে হাজির হয়ে শাজাহান খান বিচারকদের সামনে নিজের হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বলেন, “আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর।”

এসময় তাঁর আইনজীবী আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করেন। বিচারক তখন সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ডেকে পাঠান।

একজন পুলিশ সদস্য জানান, “পুলিশ সদর দপ্তরের নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী আসামিদের এইভাবে আদালতে হাজির করা হয়।” অন্য একজন সদস্য শহীদুল জানান, প্রিজন ভ্যান থেকে নামার সময় শাজাহান খান ও তাঁর সঙ্গে থাকা অন্যরা পুলিশকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন এবং হুমকি দেন।

ঘটনাগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে এমন আচরণ আশা করেন না বলেও মন্তব্য করেন। অন্যদিকে, কেউ কেউ মনে করছেন এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে