ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে

২০২৫ এপ্রিল ২০ ১৯:৫২:২৬
সৌদির নতুন হজ বিধিমালায় যা যা রয়েছে

নিজস্ব প্রতিবেদক : আগামী বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হতে যাচ্ছে সৌদি আরবের নতুন হজ বিধিমালা। পবিত্র হজের সময় সৌদি সরকারের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এবার কঠোর নতুন নিয়ম চালু করা হয়েছে। এই বিধিমালা ভঙ্গ করলে দেশি-বিদেশি কেউই ছাড় পাবেন না জরিমানা থেকে শুরু করে কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেট ঘোষণা দিয়েছে, বৈধ অনুমতিপত্র ছাড়া কেউ হজ মৌসুমে মক্কায় প্রবেশ করতে পারবে না। শুধু নিচের তিন ধরনের নথি থাকলেই মক্কায় প্রবেশ সম্ভব:

পবিত্র স্থানগুলোতে কাজের জন্য বৈধ অনুমতিপত্র

মক্কায় নিবন্ধিত বসবাসের প্রমাণপত্র (ইকামা)

সরকারিভাবে ইস্যু করা হজ পারমিট

এই ব্যবস্থা সৌদি নাগরিক ও প্রবাসী উভয়ের জন্যই প্রযোজ্য।

নতুন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে হজ পারমিট সংগ্রহ করতে হবে। মূল প্ল্যাটফর্মগুলো হলো:

আবশের ইনডিভিজুয়্যালস (Absher Individuals)

মুকিম (Muqeem)

নুসুক (Nusuk) প্ল্যাটফর্ম: এটি এখন হজ পারমিট সংগ্রহের জন্য একমাত্র সরকারি ও বাধ্যতামূলক ডিজিটাল পদ্ধতি। এটি কেন্দ্রীয় পারমিট সিস্টেম ‘তাসরিহ’ (Tasreeh)-এর সঙ্গে সংযুক্ত।

হজ মৌসুমে কর্মরত প্রবাসীরাও সহজেই এই ডিজিটাল পোর্টাল ব্যবহার করে আবেদন করতে পারবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ওমরাহ, ভিজিট বা ট্যুরিস্ট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবে না। শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই হজে অংশ নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে অনেকেই ভুয়া হজ প্যাকেজ, বাসস্থান বা পরিবহন সেবা অফার করছে, যেগুলো সরকারি অনুমোদনহীন। নাগরিক ও প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, এসব বিষয়ে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কার্যক্রম তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতে।

নতুন পারমিট সিস্টেম ‘তাসরিহ’ সৌদি ডেটা ও এআই অথোরিটি (SDAIA)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে হজযাত্রী, কর্মী, স্বেচ্ছাসেবক ও যানবাহনের অনুমতিপত্র দেওয়া হবে। পারমিটধারীরা ‘তাওয়াক্কালনা’ (Tawakkalna) অ্যাপে লগইন করে নিজেদের অনুমোদন স্ট্যাটাস চেক করতে পারবেন।

হজ মৌসুম শুরু হওয়ার আগে, ২৯ এপ্রিল ২০২৫ (১ জিলকদ, ১৪৪৬ হিজরি) হলো ওমরাহ ভিসাধারীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ দিন। এই তারিখের পরে অবস্থান করা আইনত অপরাধ হিসেবে বিবেচিত হবে।

যারা হজ পারমিট ছাড়া মক্কায় ঢোকার চেষ্টা করবেন কিংবা নির্ধারিত সময়ের পরে সৌদিতে অবস্থান করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব শাস্তির মধ্যে রয়েছে:

মোটা অঙ্কের জরিমানা

কারাদণ্ড

দেশ থেকে ফেরত পাঠানো (ডিপোর্টেশন)

সৌদি সরকার এবার হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ডিজিটাল নীতিমালা কার্যকর করছে। নতুন বিধিমালার উদ্দেশ্য হলো হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে পরিচালনা করা, ভুয়া কার্যক্রম প্রতিহত করা এবং ধর্মীয় পরিবেশে বিশৃঙ্খলা এড়ানো।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে