ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

প্রবাসী ফুটবলারদের একদিনে দুটি সুখবর

২০২৫ এপ্রিল ২০ ১৭:৫৩:২৮
প্রবাসী ফুটবলারদের একদিনে দুটি সুখবর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করতে প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির পরিকল্পনায় বড় অগ্রগতি এসেছে। রোববার একদিনেই এসেছে দুটি দারুণ সুখবর কানাডায় জন্ম নেওয়া ফুটবলার শমিত সোম এবং ইংল্যান্ডে খেলা কিউবা মিচেল দুজনেই বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়ায় এক ধাপ এগিয়েছেন।

১১ এপ্রিল শমিত সোম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তার আগ্রহের কথা জানান। এরপরই তার জন্মনিবন্ধন তৈরির কাজ শুরু করে ফেডারেশন, যা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

পরবর্তী ধাপ হিসেবে শমিতের এখন বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শুরু হবে। তার মা–বাবার প্রয়োজনীয় কাগজপত্রের হালনাগাদ কাজও শেষ হয়েছে।

পাসপোর্ট পাওয়ার পর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র (NOC) সংগ্রহ করতে হবে বাফুফেকে। তারপর সেই কাগজসহ ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আবেদন করা হবে। ফিফা সব কিছু পর্যালোচনা করে অনুমোদন দিলে, শমিত সোম বাংলাদেশের জার্সি গায়ে খেলতে পারবেন।

সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলও বাংলাদেশ জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং গতকাল একটি আনুষ্ঠানিক ইমেইল পাঠানো হয়। আজ ফিরতি মেইলে কিউবার এজেন্ট বেন মারকল নিশ্চিত করেছেন, জুন উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহী তিনি।

কিউবা মিচেল ইংল্যান্ডের জাতীয় বা বয়সভিত্তিক দলে না খেলায় তার জন্য ফিফা অনুমোদন পাওয়া তুলনামূলকভাবে সহজ। কেবল বাংলাদেশি পাসপোর্ট ও ইংল্যান্ড ফুটবল সংস্থার একটি অনাপত্তিপত্র থাকলেই তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবেন।

প্রবাসী ফুটবলারদের যুক্ত করার প্রক্রিয়া বাংলাদেশের ফুটবলে নতুন গতি আনতে পারে। হামজা চৌধুরীর অভিষেক ইতিমধ্যেই বাংলাদেশি বংশোদ্ভূত অনেক ফুটবলারকে অনুপ্রাণিত করেছে। শমিত ও কিউবার মতো খেলোয়াড়দের আগমন সেই ধারাকে আরও সমৃদ্ধ করবে বলেই আশা করা হচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে