ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

১৩টি পত্রিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে প্রশাসন

২০২৫ এপ্রিল ১৯ ১৬:৫৪:৫৭
১৩টি পত্রিকার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ থেকে প্রকাশিত ১৩টি দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশককে একযোগে একই দিন, একই শিরোনাম ও একই আঙ্গিকে রিপোর্ট ছাপানোর দায়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ জারি করেছে জেলা প্রশাসন।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও মিডিয়া সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসনের তদন্তে দেখা যায়, ৩০ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে আলাদা আলাদা দিনেও পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পৃষ্ঠায় একই রিপোর্ট, একই ছবি ও একই রঙের শিরোনাম ছাপা হয়েছে। এমনকি সম্পাদকীয় লেখাও হুবহু এক ছিল। বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা শোকজ নোটিশ জারি করেন।

যেসব পত্রিকাকে শোকজ করা হয়েছে:

১. দৈনিক আজকের ময়মনসিংহ

২. দৈনিক দেশের খবর

৩. দৈনিক বিশ্বের মুখপাত্র

৪. দৈনিক ঈষিকা

৫. দৈনিক অদম্য বাংলা

৬. দৈনিক সবুজ

৭. দৈনিক আলোকিত ময়মনসিংহ

৮. দৈনিক দিগন্ত বাংলা

৯. দৈনিক জাহান

১০. দৈনিক কিষানের দেশ

১১. দৈনিক নিউ টাইমস

১২. হৃদয়ে বাংলাদেশ

১৩. সাপ্তাহিক পরিধি

যদিও এসব পত্রিকা আলাদা আলাদা প্রেসের নামে নিবন্ধিত, বাস্তবে সেগুলো একই প্রেস থেকে ছাপা হচ্ছে, ফলে একই ডিজাইন, বিন্যাস এবং কনটেন্ট প্রতিফলিত হচ্ছে। অনেক পত্রিকায় এমনকি মিথ্যা প্রেস ঠিকানাও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এডিএম উম্মে হাবীবা মীরা বলেন, “আইন অনুযায়ী প্রতিটি সংবাদপত্রে মৌলিক কনটেন্ট থাকা বাধ্যতামূলক। কপি রিপোর্ট ছাপা প্রেস ও কপিরাইট আইনের লঙ্ঘন। সম্পাদকরা হয় বিষয়টি জানেন না, অথবা ইচ্ছাকৃতভাবে করছেন। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সতর্ক করা হয়েছে।”

দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক বলেন, “কম্পিউটারে কাজ করা কর্মীদের ভুলে এমনটি ঘটেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

আজকের ময়মনসিংহ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ, আগ্নেয়াস্ত্র তৈরি ও মাদকের মামলার কথাও উঠে এসেছে প্রশাসনের নোটিশে।

ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “একই কনটেন্ট একাধিক পত্রিকায় ছাপা হলে পাঠকের আস্থা নষ্ট হয়। প্রশাসনের এ উদ্যোগে সাংবাদিকতার গুণগত মান নিশ্চিত হবে।”

পত্রিকায় কপি-পেস্ট সাংবাদিকতার এই ঘটনায় প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয় সংবাদমাধ্যমের দায়বদ্ধতা এবং পাঠকের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে