ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ভাইরাল ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

২০২৫ এপ্রিল ১৯ ১৩:৫০:৩৮
ভাইরাল ছবির বিষয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন, যখন তিনি ফেসবুকে একটি অফিসে বসা ছবি পোস্ট করে লেখেন "ঈদ পরবর্তী সময়ে প্রথম দিনের মতো অফিসে আসা।"

এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠে এত বড় অফিস কিভাবে? অফিস কার? এত খরচ এল কোথা থেকে?

আজ ১৯ এপ্রিল (শনিবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নতুন একটি স্ট্যাটাসে হান্নান মাসউদ এ ব্যাপারে দুইটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন:

প্রথমত, তিনি বলেছেন "যে অফিসে বসে ছবি তুলেছি, ওটা আমার ব্যক্তিগত অফিস নয়। এটা জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী অফিস।"

দ্বিতীয়ত তিনি উল্লেখ করেন "বন্দরে এনসিপির শ্রমিক উইংয়ের যে কমিটি হয়েছে, আমি তার উপদেষ্টা, তবে বন্দর কর্তৃপক্ষের কোনো উপদেষ্টা নই।"

প্রসঙ্গত, তিনি এর আগের স্ট্যাটাসে লিখেছিলেন "আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এ চলমান সংগ্রাম আপাতত এখান থেকেই পরিচালিত হচ্ছে।"

ফেসবুকে ওই স্ট্যাটাসের নিচে নানা ধরনের মন্তব্য আসতে থাকে। একজন মন্তব্য করেন ভাই, এভাবে মেকি হাসি দিয়ে অফিস টাইমের ছবি দিতে ওবায়দুল কাদেরকে দেখতাম! আপনি জনতার মাসুদ, কাদেরের মতো হবেন না।

আরেকজন লেখেন ৫ আগস্টের আগেও টিউশনি করতেন। এত বড় অফিসের ভাড়া দেবার টাকা এলো কোথা থেকে?

হান্নান মাসউদ স্পষ্ট করেছেন তিনি ব্যক্তিগতভাবে কোনো বিলাসবহুল অফিসে বসেননি। যেটা দেখা গেছে, সেটা এনসিপির অস্থায়ী রাজনৈতিক কার্যালয়। ব্যক্তিগত না, পার্টির অফিস এই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

এটা একদিকে বিতর্ক প্রশমিত করলেও, অপরদিকে এনসিপি-সংক্রান্ত আলোচনা আরও বাড়িয়েছে বিশেষত ‘গ্রাসরুট পার্টি’ হিসেবে নিজেদের দাবি করা এই দল আসলে কতটা স্বচ্ছ আর জনগণনির্ভর, তা নিয়ে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে