ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

হজ ব্যবস্থাপনায় বড় ঘোষণা ধর্ম উপদেষ্টার

২০২৫ এপ্রিল ১৮ ১৬:০৯:৩৮
হজ ব্যবস্থাপনায় বড় ঘোষণা ধর্ম উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমি সনদ বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রণালয়ের নয়, বরং এটি শিক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত। তবে বিষয়টি নিয়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেছেন এবং সবার কাছ থেকেই আশ্বাস পেয়েছেন।

তিনি জানান, যারা কওমি সনদের সুবিধা নিতে আগ্রহী, তাদের প্রস্তুতি অনুযায়ী সরকার সহায়তা দিতে প্রস্তুত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদরাসা মাঠে আয়োজিত একটি বই প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “চাকরি ও কওমি সনদের স্বীকৃতি নিয়ে আলেম-ওলামাদের মাঝে একটি ফিলসফি রয়েছে—যেমন দারুল উলুম দেওবন্দের অন্যতম নীতিই হচ্ছে সরকারের সঙ্গে সম্পর্ক না রাখা।”

তিনি আরও বলেন, “মাদরাসা হলো আল্লাহর রহমত। এটি মানুষের অন্তরে আল্লাহভীতি জাগায়, যা সমাজের নৈতিক ভিত্তিকে শক্তিশালী করে। কিন্তু দু-একজন আলেমের কারণে পুরো জামাতকে দোষারোপ করা ঠিক নয়।”

এসময় তিনি বর্তমান সরকারের হজ ব্যবস্থাপনা ও ইমাম-মুয়াজ্জিনদের উন্নয়নে নেওয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি জানান, এবারের হজ ব্যবস্থাপনায় খরচ কমেছে, বাড়ানো হয়েছে সেবার পরিমাণ এবং প্রযুক্তির ব্যবহার করে হাজীদের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে।

ইমাম-মুয়াজ্জিনদের মর্যাদা বৃদ্ধির উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, “২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো তৈরি করা হচ্ছে, ঢাকায় প্রতিবছর ৬৪ জেলার সেরা ইমাম-মুয়াজ্জিনদের পুরস্কার দেওয়া হবে।”

তিনি আরও জানান, ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য সুদ ও জামানত ছাড়া ঋণের ব্যবস্থা করা হয়েছে এবং এ পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহসভাপতি স্যায়িদ আসজাদ মাদানি। তিনি বলেন, “রাসুল (সা.)-এর আদর্শই আমাদের মুক্তির পথ। আমাদের চারটি বিষয়ে আমল করতে হবে—ইখলাছ, দৃঢ়তা, সৃষ্টির সেবা এবং সুন্নাহ অনুসরণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম। আলোচনা সভা ও বই প্রকাশনার মাধ্যমে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীর ও আলেম আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার জীবনী তুলে ধরা হয়।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে