ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সপ্তাহের ব্লক মার্কেটে ঝলক দেখালো তিন কোম্পানি

২০২৫ এপ্রিল ১৮ ১৫:০৯:২৭
সপ্তাহের ব্লক মার্কেটে ঝলক দেখালো তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৩-১৭ এপ্রিল) ব্লক মার্কেটে শীর্ষ লেনদেন তালিকায় যে ১০টি কোম্পানির শেয়ার স্থান করে নিয়েছে ৩টির শেয়ার লেনদেন হয়েছে বাকি ৭টির দ্বিগুণের বেশি টাকার। কোম্পানিগুলো হলো-ম্যারিকো, বীচ হ্যাচারি ও এসিআই লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটের শীর্ষে থাকা ম্যারিকোর সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ২০ লাখ টাকা, বীচ হ্যাচারির ২৫ কোটি ১০ লাখ টাকা এবং এসিআই লিমিটেডের ২০ কোটি ৬৮ লাখ টাকা।

অবশিষ্ট ৭টি কোম্পানির মধ্যে সানলাইফ ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ৯ কোটি ৮৯ লাখ টাকা, রিলায়েন্স মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৭ কোটি ৯ লাখ টাকা, প্রিমিয়ার সিমেন্টের ৪ কোটি ৬৯ লাখ টাকা, ব্যাংক এশিয়ার ৪ কোটি ৩৭ লাখ টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ২৬ লাখ টাকা, খান ব্রাদার্সের ৩ কোটি ৩২ লাখ টাকা এবং এশিয়া ল্যাবরেটরিজের ২ কোটি ৩০ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে ম্যারিকো, বীচ হ্যাচারি ও এসিআই লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৭০ কোটি ৯৮ লাখ টাকার। আর অবশিষ্ট ৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯২ লাখ টাকার, অর্থাৎ অর্ধেকেরও কম টাকার।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে