ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সতর্ক বার্তা

২০২৫ এপ্রিল ১৮ ১৩:৫৪:০১
নির্বাচন নিয়ে জামায়াত আমিরের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন সামনে রেখে তিনটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইউরোপ সফর শেষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও শর্ত পূরণ না হলে নির্বাচনের তারিখ ফেব্রুয়ারি হোক বা মার্চ কোনোটাই কার্যকর থাকবে না।

জামায়াত আমির জানান, নির্বাচন ঘিরে দলের পক্ষ থেকে ৪১ দফা সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে ৬টি মৌলিক সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইউরোপীয় প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচনের নির্ধারিত সময়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো দৃশ্যমান ও গ্রহণযোগ্য সংস্কার, ২০২৩ সালের জুলাই অভ্যুত্থানের ঘটনায় জড়িতদের বিচার, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্মানের সম্পর্ক সৃষ্টি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত এসব সংস্কার বাস্তবায়নে সহযোগিতা করবে, তত দ্রুত নির্বাচনের পথ সুগম হবে। অন্যথায়, নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, তবে এ সময়ের মধ্যেই সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশই প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) সিস্টেমে রাজনীতি পরিচালনা করে। এসব দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব, বিনিয়োগে আগ্রহ, এবং বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অনুরোধ করেছি, ইউরোপের সব দেশ যেন বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ মিশন পরিচালনা করে এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার বিষয়ে সহযোগিতা করে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হয়েছে। তাদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশ একা এই সমস্যা সমাধানে সক্ষম নয়।”

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে