ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

আধুনিক ভবন উদ্বোধনের দিনেই হতাশ করলো বিনিয়োগকারীদের!

২০২৫ এপ্রিল ১৮ ১১:০২:০৪
আধুনিক ভবন উদ্বোধনের দিনেই হতাশ করলো বিনিয়োগকারীদের!

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয় কোম্পানিটির নতুন ভবন বাংলাদেশ ফাইন্যান্স টাওয়ারে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির চেয়ারম্যান মানোয়ার হোসেন কোম্পানিটির নতুন অফিস উদ্বোধন করেন। অনুষ্ঠানে কোম্পানিটির বোর্ড সদস্য, এমডি ও সিইও এবং সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নতুন অফিস উদ্বোধন করে বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান মানোয়ার হোসেন বলেন, ‘নিজস্ব আধুনিক ভবন প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনার একটি শক্ত ভিত্তি গড়ে দেবে।’

এমডি ও সিইও মো. কায়সার হামিদ বলেন, ‘নতুন এই প্রধান কার্যালয় প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরো গতিশীল করবে।’

তবে আধুনিক নতুন কার্যালয়টি উদ্বোধনের দিনে হতাশ করলো শেয়ারবাজারের বিনিয়োগকারীদের। এদিন কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সদস্যা সমাপ্ত অর্থ বছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয়নি।

এর কারণ হলো, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪১ টাকা ৬১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৫ টাকা ৬০ পয়সা ।

‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১ টায় ধার্য্য করেছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ মে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে