ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ছয় মাস আগে ফিরে গেল দেশের শেয়ারবাজার

২০২৫ এপ্রিল ১৭ ১৫:১৯:২৮
ছয় মাস আগে ফিরে গেল দেশের শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক আজ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭ পয়েন্টে। যা ছয় মাস আগের অবস্থানে ফিরে গেল শেয়ারবাজার। ছয় মাস আগে অর্থাৎ ২০২৪ সালের ২৯ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৫ হাজার ১৭ পয়েন্ট।

এছাড়া, টানা চার কর্মদিবস ধরে দেশের শেয়ারবাজারে চলছে ধারাবাহিক পতন। প্রতিদিনই কমেছে সূচক ও মূলধন। আজ যদিও পতনের পরিমাণ কমেছে, গত তিন কর্মদিবসে বড় পতন হয়েছে। এতে দেখা যায়, চার দিনের ধারাবাহিক পতনে ডিএসইর প্রধান সূচক কমেছে ১০৮ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা।

এদিন ডিএসই এবং সিএসইতে লেনদেন ও সূচকের পতন হয়েছে। পাশাপাশি লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারচিত্র

আজ (বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক ৮.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৪.৭২ পয়েন্ট কমে ১ হাজার ১৪৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ ৩৩৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৬ কোটি ৪২ লাখ টাকা।

এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯০টির এবং পরিবর্তন হয়নি ৮২টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বাজার চিত্র

সিএসইতে আজ ৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল৫ কোটি ৪১ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৯ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ১৪৮.০১ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে