ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

সারা দেশে ডিম-মুরগির উৎপাদন বন্ধ ঘোষণা

২০২৫ এপ্রিল ১৭ ১৪:৩৪:৩৮
সারা দেশে ডিম-মুরগির উৎপাদন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে যে, আগামী ১ মে ২০২৫ থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামারগুলো বন্ধ রাখা হবে। প্রান্তিক খামারিরা টানা লোকসানের মুখে পড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, “সারা দেশে প্রান্তিক খামারিদের মধ্যে এখন হাহাকার চলছে। গত দুই মাসে তাদের লোকসান হয়েছে প্রায় ১ হাজার ২৬০ কোটি টাকা। রমজান ও ঈদের সময়ও তারা ২০ লাখ কেজি মুরগি প্রতিদিন উৎপাদন করে গড়ে প্রতি কেজিতে ৩০ টাকা করে লোকসান দিয়েছেন।”

তিনি আরো বলেন, “আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন না সরকার সিন্ডিকেট ভাঙার কার্যকর ব্যবস্থা নেয়, ততদিন এই কর্মসূচি চলবে।”

বিপিএ সভাপতি জানান, পোল্ট্রি খাত বাঁচাতে তারা ১০ দফা দাবি জানিয়েছে। দাবিগুলো না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। দাবিগুলো হলো:

জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও মূল্য নির্ধারণ কমিটি গঠন।

কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধ করার জন্য কঠোর আইন প্রণয়ন।

পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন।

ক্ষতিগ্রস্ত খামারিদের পুনর্বাসনে সরকারি প্যাকেজ।

খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান।

কোম্পানিগুলোকে কাঁচামাল উৎপাদন পর্যন্ত সীমিত রাখা।

কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ ঘোষণা।

কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন।

রপ্তানি সুবিধা বাড়াতে পদক্ষেপ গ্রহণ।

পূর্ণাঙ্গ 'পোল্ট্রি উন্নয়ন বোর্ড' গঠন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে