ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

রিজার্ভ বাড়লেও আইএমএফ শর্তে ১ বিলিয়ন ডলারের ঘাটতি

২০২৫ এপ্রিল ১৬ ১৬:৪৭:০৩
রিজার্ভ বাড়লেও আইএমএফ শর্তে ১ বিলিয়ন ডলারের ঘাটতি

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের ২১ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

গত মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তবে আইএমএফের ঋণ প্রাপ্তির শর্ত পূরণে লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো ১ বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে।শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ থাকতে হবে ১৭ বিলিয়নের কিছুটা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ এখন ১৬ বিলিয়ন ডলার।

প্রবাসী আয় আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। মার্চে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে যা এক মাসের হিসেবে রেকর্ড ছিল।

ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকে বিক্রি করছে। এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে