ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ব্যতিক্রমী বাজেট আসছে: যা যা ঘটবে প্রথমবার

২০২৫ এপ্রিল ১৬ ১৬:৩৯:৪৭
ব্যতিক্রমী বাজেট আসছে: যা যা ঘটবে প্রথমবার

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে আগ্রহের কমতি নেই। তবে এবারের বাজেট কিছু দিক থেকে ব্যতিক্রম হিসেবে ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে। চলুন জেনে নেওয়া যাক, কেন এবারের বাজেট অন্যান্য বছরের চেয়ে আলাদা:

১. বাজেট ঘোষণার তারিখে ব্যতিক্রম

প্রথা অনুযায়ী, প্রতি অর্থবছরের বাজেট সাধারণত জুন মাসের কোনো বৃহস্পতিবার ঘোষণা করা হয়। তবে এবার সেই রেওয়াজ থেকে সরে আসা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী ২ জুন, সোমবার ঘোষণা করা হবে।

এর কারণ—জুনের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ঈদুল আজহার ছুটি শুরু হয়ে যাবে। সেই ছুটির আগে বাজেট ঘোষণা করতেই তারিখ এগিয়ে আনা হয়েছে।

২. বাজেটের আকার কমছে—স্বাধীনতার পর প্রথমবার

স্বাধীনতা-পরবর্তী সময়ে এই প্রথমবার প্রস্তাবিত বাজেটের আকার গত বছরের তুলনায় ছোট হতে যাচ্ছে।২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

নতুন বাজেটের আকার হতে পারে ৭ হাজার কোটি টাকা কম, অর্থাৎ আনুমানিক ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

উচ্চাভিলাষী বাজেটের ধারাবাহিকতা থেকে বেরিয়ে, বাস্তবভিত্তিক ও মিতব্যয়ী পরিকল্পনার দিকে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

৩. সংসদ ছাড়াই বাজেট ঘোষণা

বর্তমানে কোনো নির্বাচিত জাতীয় সংসদ নেই। তাই প্রচলিত রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাজেট উপস্থাপন করবেন না।

বরং রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট ঘোষণা করা হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ একটি টেলিভিশন ভাষণের মাধ্যমে বাজেট উপস্থাপন করবেন।

শেষবার এমনটা ঘটেছিল ২০০৭-০৮ সালে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম টেলিভিশনে বাজেট পেশ করেছিলেন।

৪. বাজেট-উত্তর সংবাদ সম্মেলন থাকবে

বাজেট ঘোষণার পরদিন রেওয়াজ অনুযায়ী বাজেট-উত্তর সংবাদ সম্মেলন করবেন অর্থ উপদেষ্টা। সেখানে বাজেটের বিস্তারিত দিক, পরিকল্পনা, ও অগ্রাধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

বর্তমান সরকার একটি অন্তর্বর্তী সরকার যার প্রধান লক্ষ্য আগামী নির্বাচনের পথ সুগম করা। সে কারণে ব্যয় সংকোচন, বাজেটের বাস্তবতা নিরূপণ, ও জনগণের আস্থা ফেরানোই হচ্ছে মূল লক্ষ্য। অতএব, এবারের বাজেট ‘উচ্চভিলাষী’ না হয়ে ‘সম্ভাবনাময় ও ব্যালান্সড’ হওয়ার সম্ভাবনা বেশি।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে