ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৭ শতাংশের নিচে

২০২৫ এপ্রিল ১৬ ০৯:৫৮:৩৩
ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৭ শতাংশের নিচে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে দেশের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারি শেষে এই প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ৮২ শতাংশে। এর আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৭ দশমিক ১৫ শতাংশ।

এই হার গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ দশমিক ৮২ শতাংশের নিচে নেমেছিল। চলতি অর্থবছরের (২০২৪-২৫) মুদ্রানীতিতে এই খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছিল ৯ দশমিক ৮ শতাংশ, যা থেকে এ প্রবৃদ্ধি অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের ফেব্রুয়ারি শেষে দেশের বেসরকারি খাতে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের মোট স্থিতি ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৮৩ কোটি টাকা। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল ১৫ লাখ ৭৬ হাজার ৯১৪ কোটি টাকা। সেই হিসেবে বছরে মোট প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ।

বিশ্লেষক ও ব্যাংক নির্বাহীরা মনে করছেন ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ার পেছনে একাধিক কারণ কাজ করছে। তার মধ্যে রয়েছে নতুন বিনিয়োগ না হওয়া, সুদহারের ঊর্ধ্বগতি, রাজনৈতিক অনিশ্চয়তা, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এসব কারণে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন বলে মত দিয়েছেন অনেক ব্যাংক কর্মকর্তা।

এছাড়াও অতীতে যেভাবে ভুয়া কোম্পানি তৈরি করে ব্যাংক থেকে বিপুল অর্থ লোপাট করা হতো, সাম্প্রতিক সময়ে সে প্রবণতা অনেকটাই বন্ধ হয়েছে। ফলে অপ্রয়োজনীয় ঋণ বিতরণ কমেছে, যা ঋণ প্রবৃদ্ধিকে আরও নিচে নামিয়ে এনেছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে