ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

১৩৩ প্রতিষ্ঠান পেল অনুমতি, কিন্তু মানতে হবে কড়া শর্ত

২০২৫ এপ্রিল ১০ ১৯:৩৮:৩১
১৩৩ প্রতিষ্ঠান পেল অনুমতি, কিন্তু মানতে হবে কড়া শর্ত

নিজস্ব প্রতিবেদক : ​বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি ১৩৩টি প্রতিষ্ঠানকে সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছে। এই অনুমতি অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট পরিমাণ চাল রপ্তানি করতে হবে এবং কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। প্রতিষ্ঠানের সক্ষমতা অনুযায়ী তাদের রপ্তানি পরিমাণ নির্ধারিত হয়েছে, যা মোট ১৮,১৫০ টন হতে পারে। অনুমতির মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে, তবে সরকার ইচ্ছা করলে যেকোনো সময় এই অনুমতি বাতিল করতে পারবে।​

মূল্য নির্ধারণ: প্রতি কেজি চালের রপ্তানি মূল্য কমপক্ষে ১.৬০ মার্কিন ডলার হতে হবে। বর্তমান বিনিময় হারে, এটি প্রায় ১৯৫ টাকা।​

পরিমাণ সীমা: প্রতিটি প্রতিষ্ঠান অনুমোদিত পরিমাণের বেশি চাল রপ্তানি করতে পারবে না।​

প্রমাণপত্র জমা: প্রতিটি চালান জাহাজীকরণ শেষে রপ্তানিসংক্রান্ত সব কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে।​

অনুমতি হস্তান্তর: রপ্তানি অনুমতি কোনোভাবেই অন্যের কাছে হস্তান্তর করা যাবে না; অর্থাৎ সাব-কন্ট্রাক্ট দেওয়া যাবে না।​

উল্লেখ্য, রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে সাধারণত চাল রপ্তানি নিষিদ্ধ। তবে সুগন্ধি চাল রপ্তানির জন্য সরকারের অনুমতি নেওয়া হয়। আগে সুগন্ধি চাল রপ্তানি বন্ধ ছিল, কিন্তু বর্তমানে চালের উৎপাদন ভালো হওয়ায় এবং বাজার পরিস্থিতি বিবেচনায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো আবার সুগন্ধি চাল রপ্তানি করতে পারবে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে