ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসি চেয়ারম্যান

২০২৫ এপ্রিল ০৬ ২১:২৯:৩৮
সংস্কারের মাধ্যমে শেয়ারবাজারকে শক্তিশালী করা হবে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, সংস্কার কার্যক্রম জোরদার করার মাধ্যমে শেয়ারবাজারকে আরো শক্তিশালী করা হবে।

রোববার (০৬ এপ্রিল) ঈদ-উল-ফিতর ২০২৫ পরবর্তী প্রথম কর্মদিবসে, রাজধানীর আগারগাঁও-এ বিএসইসি’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএসইসি’র চেয়ারম্যান, কমিশনাররা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে, বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনাররা একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানটি বিএসইসি’র ইতিহাসে প্রথমবারের মতো ঈদ পরবর্তী পুনর্মিলনী হিসেবে আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারি ও সংশ্লিষ্টদের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়াস নেওয়া হয়।

খন্দকার রাশেদ মাকসুদ ঈদ-উল-ফিতরের নির্বিগ্ন ও আনন্দময় উদযাপনের কথা উল্লেখ করেন। এবারের ঈদকে স্বস্তির ঈদ বলে আখ্যায়িত করেন। তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি তুলে ধরেন এবং এর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে বলে উল্লেখ করেন। এছাড়া, তিনি রোহিঙ্গাদের পুনর্বাসনে সরকারের সাফল্যকে দেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন।

তিনি বিএসইসির পুরনো কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে দেশের অর্থনীতি এবং কল্যাণে বিএসইসির কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশের শেয়ারবাজারের সংস্কার কার্যক্রম আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, অনুষ্ঠানে চেয়ারম্যান ও কমিশনাররা দেশের শেয়ারবাজারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে