ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
Sharenews24

যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

২০২৫ এপ্রিল ০৭ ১৯:২০:৩১
যমুনা ব্যাংকের প্রশান্তের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক : যমুনা ব্যাংক পিএলসির যশোর শাখার এসএভিপি প্রশান্ত কুমার দাসের নামে থাকা ৯টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকা জমা রয়েছে।

আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।এদিন দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক এ আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত প্রশান্ত কুমার দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ব্যাংকটির ১০ কোটি টাকা আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগসংশ্লিষ্ট জনাব প্রশান্ত কুমার দাসের নামে এসব ব্যাংক হিসাবগুলোর তথ্য পাওয়া যায়।

পর্যালোচনায় দেখা যায় যে, অভিযোগসংশ্লিষ্ট প্রশান্ত কুমার দাসের ৯টি ব্যাংক হিসাবে ৫৪ লাখ ৫১ হাজার ৯৮৮ টাকার অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তিনি এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন।

অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব টাকা উত্তোলন, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে এসব টাকা উদ্ধার দুরূহ হয়ে পড়বে। তাই এসব ব্যাংক হিসাবে জমাকৃত টাকা অবরুদ্ধ করা আবশ্যক।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে