ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ হোসেন

২০২৫ এপ্রিল ০৭ ১৫:৫৯:৫১
রাষ্ট্রপতি পদক পেলেন পুলিশ সদস্য রিয়াদ হোসেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের সুষ্ঠুভাবে ছত্রভঙ্গ করার জন্য রাষ্ট্রপতি পদক (পিপিএম) পেয়েছেন পুলিশ সদস্য রিয়াদ হোসেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করে রিয়াদ হোসেন প্রশংসিত হন এবং এই কারণে তাকে এই সম্মানজনক পদক প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, "২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।" এই প্রজ্ঞাপন স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ এবং এটি ২৭ মার্চ কার্যকর হয়।

এতদিন বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম এবং রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের পরিয়ে দেওয়া হত, কিন্তু রিয়াদের ক্ষেত্রে এই পদক দেওয়া হলো এক ভিন্নভাবে। লাঠিপেটার পরিবর্তে তিনি বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সক্ষম হন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রিয়াদ হোসেন ব্যাপক প্রশংসা অর্জন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদ হোসেনের ওই ভিডিও প্রকাশ হওয়ার পর তার পুলিশিং কৌশল এবং বিচক্ষণতা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা হয়। তার এমন সাহসিকতায় ভেসে ওঠে তাঁর দক্ষতা ও পেশাদারিত্ব।

বর্তমানে রিয়াদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে