ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

উত্থান থামিয়ে দিল পাঁচ কোম্পানির শেয়ার

২০২৫ এপ্রিল ০৭ ১৯:৩৭:১০
উত্থান থামিয়ে দিল পাঁচ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে শেয়ারবাজারের লেনদেন যখন শুরু হয়, তখন বড় ধসের কবলে ছিল বিশ্বের সব দেশের শেয়ারবাজার। তবে বাংলাদেশে তেমন বিভৎস চিত্র দেখা যায়নি। বাংলাদেশের বিনিয়োগকারীরা অসীম ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে ট্রাম্পের শুল্কনীতির ধাক্কা মোকাবিলা করেছেন।

আগেরদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১৪ পয়েন্ট কমলেও আজ সোমবার বড় উত্থান প্রবণতায় বাজারের লেনদেন শুরু হয়েছিল। দিনের প্রথমভাগ পর্যন্ত চাঙ্গাভাব অব্যাহতও ছিল। কিন্তু মধ্যভাগ থেকে হঠাৎ সেল প্রেসার বেড়ে গেলে বাজার নিচে নামতে থাকে। শেষবেলায় ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্টের বেশি নেমে যায়।

আজ মূলত পাঁচটি মেগা কোম্পানির চাপে শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারেনি। কোম্পানিগুলো হল: স্কয়ার ফার্মা, আল-আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তিতাস গ্যাস এবং বেক্সিমকো ফার্মা।

এদিন, প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৮.৫০ পয়েন্ট কমেছে। বিপরীতে এই ৫ কোম্পানির শেয়ার নেতিবাচক অবস্থায় থাকায় ডিএসইর প্রধান সূচক ১১ পয়েন্টের বেশি হ্রাস পেয়েছে। অর্থাৎ, আজ যদি এই ৫ কোম্পানির শেয়ারের দাম নেতিবাচক না হতো, তবে ডিএসইর প্রধান সূচক ইতিবাচক অবস্থানেই থাকতো।

কোম্পানিগুলোর মধ্যে আজ স্কয়ার ফার্মা সূচকের পতনে ৩.৮১ পয়েন্ট, আল-আরাফা ইসলামী ব্যাংক ৩.৩৬ পয়েন্ট, ব্র্যাক ব্যাংক ১.৯৬ পয়েন্ট, তিতাস গ্যাস ১.৩৬ পয়েন্ট এবং বেক্সিমকো ফার্মা ১.১৭ পয়েন্ট হ্রাসে নেতিবাচক ভূমিকা রেখেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে