ঢাকা, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
Sharenews24

একদিনের ব্যবধানে দুই খাতের শেয়ারে বিপরীত চিত্র

২০২৫ এপ্রিল ০৭ ১৯:২৬:১৫
একদিনের ব্যবধানে দুই খাতের শেয়ারে বিপরীত চিত্র

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (৩০ মার্চ) দেশের উভয় শেয়ারবাজারে ফার্মা ও রসায়ন এবং মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগকারীদের মধ্যে বিশেষ প্রবণতা লক্ষ্য করা গেছে। ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতির প্রেক্ষাপটে ওইদিন এই দুই খাতে ছিল ব্যাপক চাঙ্গাভাব।

তবে একদেনর ব্যবধানে খাত দুটিতে দেখা গেছে মুনাফা তোলার প্রবণতা। যে কারণে আজ খাত দুটির বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম নিম্নমুখী প্রবণতায় টার্ন নিয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আগেরদিন রোববার আলোচ্য দুই খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারদাম বেড়েছিল। সেদিন বিক্রেতা সংকটে থাকা ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি ছিল মিউচুয়াল ফান্ড এবং ৩টি ফার্মা ও রসায়ন খাতের।

তবে, আজ ফার্মা ও রসায়ন খাত এবং মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তোলার আগ্রহ দেখা গেছে। এর ফলস্বরূপ উল্লিখিত খাতগুলোর বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম নেতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে।

আমার স্টকের তথ্য অনুযায়ী, আজ ফার্মা ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানির মধ্যে ১৯টির দাম কমেছে, যা ৫৬ শতাংশ। ১২টির দাম বেড়েছে, যা ৩৫ শতাংশ এবং ৩টির দাম অপরিবর্তিত ছিল, যা ৯ শতাংশ।

অন্যদিকে, আজ মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ফান্ডগুলোর মধ্যে ২২টির দাম কমেছে, যা ৬১ শতাংশ। ৫টির দাম বেড়েছে, যা ১৩ শতাংশ এবং ৯টির দাম অপরিবর্তিত ছিল, যা ২৫ শতাংশ।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে