ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

২০২৫ এপ্রিল ০৭ ১৭:২০:০৩
যে কারণে ডোনাল্ড ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুল্ক পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ৩৭ শতাংশ শুল্ক তিন মাসের জন্য স্থগিত করার দাবি করেছেন।

ড. ইউনূসের পাঠানো চিঠিতে বাংলাদেশের সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশ ইতিমধ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এদিকে, গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করেন, যা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে প্রভাব ফেলতে পারে।

এর আগে রোববার অর্থমন্ত্রণালয়ে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন সিদ্ধান্ত নেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি পাঠানো হবে—একটি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এবং অপরটি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির অফিসে (ইউএসটিআর)।

চিঠির মাধ্যমে ড. ইউনূস মার্কিন সরকারকে অনুরোধ করেছেন, যেন তারা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক কমিয়ে বা স্থগিত করে, যাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হয়।

চিঠির পাঠানোর পর, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্র বাণিজ্য নীতি পুনর্বিবেচনা করবে এবং এই পদক্ষেপ বাংলাদেশের ব্যবসায়িক স্বার্থে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দীন আশা করছেন, এই চিঠির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে