ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

১২ ব্যাংকের খেলাপি ঋণ বাড়ছে: শেয়ারবাজারে বিপদের আঁচ

২০২৫ মার্চ ১৯ ১২:২৮:০৬
১২ ব্যাংকের খেলাপি ঋণ বাড়ছে: শেয়ারবাজারে বিপদের আঁচ

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এক-তৃতীয়াংশ ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি ছাড়িয়েছে। সরকারের পরিবর্তনের পর বেনামি ঋণ, জালিয়াতির ঋণসহ আদায় অযোগ্য অনেক ঋণ খেলাপির তালিকায় যুক্ত হওয়ায় এসব ব্যাংকের খেলাপি ঋণও বৃদ্ধি পেয়েছে। এখন প্রশ্ন উঠেছে—এই ব্যাংকগুলো কি ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে?

বর্তমানে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংক রয়েছে, যাদের মধ্যে ১২টি ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোর ডিভিডেন্ড ঘোষণার জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, যেসব ব্যাংকের খেলাপি ঋণ ১০ শতাংশের বেশি, তারা কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এই সিদ্ধান্ত আগামী ২০২৫ সমাপ্ত বছরের জন্য কার্যকর হলেও, ২০২৪ সালের জন্য ব্যাংকগুলো ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না, যদি তারা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে ব্যর্থ হয়।

এদিকে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর খেলাপি ঋণ বৃদ্ধি পেয়ে এমন অবস্থায় পৌঁছেছে যে, তাদের পক্ষে এবার ডিভিডেন্ড ঘোষণা করা কঠিন হবে। একই পরিস্থিতি রয়েছে সালমান এফ রহমানের নিয়ন্ত্রণে থাকা আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রেও।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থার মধ্যে ব্যাংকগুলোর মুনাফা অর্জন কঠিন হয়ে পড়বে, আর ডিভিডেন্ড দেওয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা বাস্তবায়নের পর ব্যাংকগুলোর খেলাপি ঋণ আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করা হচ্ছে।

ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা। এই ঋণের ২০ দশমিক ২০ শতাংশ খেলাপি হয়ে পড়েছে। খেলাপি ঋণের পরিমাণ গত ছয় মাসে ১ লাখ ৩৪ হাজার ৩৭৩ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অনেক ব্যাংক ঋণ শ্রেণীকরণের নতুন নীতিমালার কারণে আরও বেশি খেলাপি ঋণের শিকার হতে পারে।

ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকগুলো যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে দেখা গেছে, ব্যাংক এশিয়ার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১০ শতাংশ, ওয়ান ব্যাংকের ১০ দশমিক ৫৮ শতাংশ এবং ইউনাইটেড কমার্শিয়াল (ইউসিবি) ব্যাংকের ১২ দশমিক ১১ শতাংশ হয়েছে। অন্যান্য ব্যাংক যেমন এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, তাদের খেলাপি ঋণও বৃদ্ধি পেয়েছে যথাক্রমে ২১.০৮%, ২৯.৩৩%, ৩০.৮৬%, এবং ৩৪.৭৯%।

এই পরিস্থিতিতে ব্যাংকগুলো কীভাবে ডিভিডেন্ড ঘোষণা করবে এবং বিনিয়োগকারীদের কি ধরনের ক্ষতি হবে, তা নিয়ে শেয়ারবাজারে অস্বস্তি দেখা দিয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে