ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

২ কোম্পানিকে ডিএসইর সতর্কবার্তা

২০২৫ মার্চ ১৭ ১৪:৪৫:০২
২ কোম্পানিকে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি শাইনপুকুর সিরামিক ও এস আলম কোল্ড রোল শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানি দুটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

জানা গেছে,শাইনপুকুর সিরামিক শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

অন্যদিকে এস আলম কোল্ড রোল শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য,শাইনপুকুর সিরামিক গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ২ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২২ টাকা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১০ টাকা ২ পয়সা।

অন্যদিকে এস আলম কোল্ড রোল গত ১৮ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৮ পয়সা। আর গতকাল ১৬ মার্চ কোম্পানিটির শেয়ারদর ২৯ টাকা ২ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ ১৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ৮০ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে