ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫
Sharenews24

সূচক ও লেনদেনে দুই শেয়ারবাজারে দুই চিত্র

২০২৫ মার্চ ১৬ ১৪:১০:১৮
সূচক ও লেনদেনে দুই শেয়ারবাজারে দুই চিত্র

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৬ মার্চ) মিশ্র প্রবণতায় উভয় শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কিছুটা নেতিবাচক হলেও লেনদেনে ছিল ইতিবাচক প্রবণতায়। তবে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম।

অন্যদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ইতিবাচক থাকলে অন্য সূচকগুলো ছিল নেতিবাচক প্রবণতায়। সিএসই-তে আগের দিনের চেয়ে এদিন লেনদেনও কমেছে। তবে বেড়েছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম।

আজ ডিএসইর প্রধান সূচক ৩.৬৬ পয়েন্ট কমে ৫ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫৬ লাখ টাকার ।

এদিন লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১৯০টির এবং পরিবর্তন হয়নি ৬৪টির।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ৩৪ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৬টির এবং পরিবর্তন হয়নি ২৮টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৮৩ পয়েন্ট। আগের দিন সিএএসপিআই বেড়েছিল ২.০৮ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর